Saturday, 18 January 2020

তোমার জীবনের সুখ, দুঃখ, সমস্যা, অনুভূতি

জীবন নিয়ে সবসময় হতাশ মনোভাব পোষণ করাও এক ধরনের অভ্যেস আর অভ্যেস মানুষগুলোকে বিষাক্ত করে তোলে তোমার সময় আর আবেগের শক্তিটুকু সঞ্চয় করে রাখো, বিষাক্ত মানুষের বিনোদনের উৎস হতে গিয়ে নিজেকে বিষাক্রান্ত করতে যেও না তোমার জীবনের সুখ, দুঃখ, সমস্যা, অনুভূতি... এসবের মালিকানা সম্পূর্ণ তোমারই

No comments:

Post a Comment