Saturday, 7 March 2020

শরীর পুরনো হতে থাকে

যারা সময়ের ব্যাপারে সতর্ক, তাদের জন্য সময়ের ব্যবহার সহজ। অার যারা সময়ের ব্যাপারে অসতর্ক, তাদের জন্য সময়ের অপচয় সহজ। সময়ের সাথে সাথে জীবনে অনেক রকম পরিবর্তন অাসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন অাসে শরীরে। শরীরে ধীরতা অাসতে থাকে ও শরীর পুরনো হতে থাকে। সময়ের অপচয়ে শরীরের ঝুঁকিটা ভাবো একটু, এবার? সিদ্ধান্ত তোমার। 

No comments:

Post a Comment