Wednesday, 25 March 2020

আরও অনেকেই করছে

মানুষ যখন কোনো অপরাধ করে, তখন সে নানাভাবে নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করে যে, সে যা করছে তা অপরাধ নয়। বা হলেও স্বল্পমাত্রার অপরাধ। এমন অপরাধ রও অনেকেই করছে। কিংবা সে নিজেই নিজের কাছে নানাবিধ যুক্তি দিয়ে অপরাধটাকে বৈধতা দেয়ার চেষ্টা করে।

No comments:

Post a Comment