যত ভয়ংকর ব্যস্ততাই থাকুক না কেনো, জীবনে কিছু মানুষ থাকবেই যারা দিনে অন্তত একটিবার তোমায় নিয়ে ভাবে। পরিবারের লোকজন, খুব কাছের বন্ধু কিংবা তুমি কোন না কোনোভাবে দাগ কেটে যেতে পেরেছে এমন মানুষেরা তোমায় জানাক কিংবা না জানাক, তুমি ঠিক তাদের স্বরণে থাকো। তবে সম্ভব হলে তুমি কিন্তু জানাতে ভুলো না।
No comments:
Post a Comment