Thursday, 5 March 2020

এই মুহুর্তে দূরন্ত

সহজ হওয়ার অাগে সব কিছুকেই কঠিন মনে হয়। অস্বাভাবিক মনে হওয়া প্রায় সবকিছুই এক সময় স্বাভাবিক হয়ে যায়। অার ইচ্ছেরাও অনেকটা এমনই। কখনও স্বাধীন, তো কখনও পরাধীন। এই মুহুর্তে দূরন্ত, তো পরমুহুর্তেই নিরাবেগ। সহজ কথা হলো, এই যে একটু অাগেই যে মুহুর্তটা চলে গেলো কিংবা এই যে একটু পর যে মুহুর্তটা অাসবে, এ দু'য়ের মাঝখানেই বেঁচে থাকা লুকানো। 

No comments:

Post a Comment