Thursday, 30 April 2020
অনেক বেশি সহজ
মানুষের জীবনে প্রবেশ করতে গেলে অবশ্যই তার অনুমতি লাগে। কিন্তু সেই মানুষটার জীবন থেকে চলে যাবার জন্য কোনো অনুমতি লাগে না। ইচ্ছে হলেই প্রবেশ করা যতটা কঠিন, চলে যাওয়াটা তার চেয়ে অনেক বেশি সহজ।
Wednesday, 29 April 2020
প্রেমটাও থেমে যায়
অভিযোগ করতে করতে কখন যে যোগাযোগটা থেমে যায় আমরা আসলে কেউ কখনো বুঝতে পারি না, কিন্তু যোগাযোগটা থেমে গেলে, প্রেমটা কিন্তু থেকে যায়।
Tuesday, 28 April 2020
দেনা পাওনার হিসেব
একবার যারা সম্পর্কের ব্যাপারে উদাসীন হয়ে যায়, তাদের জন্য পূনরায় নিজেকে সংশোধন করা কঠিন বিষয়। জটিলতা গুলো তখনই তৈরি হয়, যখন কোনো সম্পর্কে দেনা পাওনার হিসেব চলে আসে। হিসেব করে ব্যবসা হয়, ভালবাসা নয়।
Monday, 27 April 2020
কিন্তু সাহস করে
পরিকল্পনা হলো কাজের অর্ধেক। কাজ করতে পারে অনেকেই কিন্তু সাহস করে উদ্যোগ নেওয়াটাই হলো নেতৃত্ব।
Sunday, 26 April 2020
অনেক কম জানি
প্রতিটা সময়ের বিশেষ কিছু প্রয়োজন থাকে। তবে সময়ের সে প্রয়োজনের সাথে মানুষের প্রয়োজন নাও মিলতে পারে। অামরা নিজের চারপাশ সম্পর্কে সবকিছু জানিনা। এমনকি নিজের সম্পর্কেও অনেক কম জানি। তাই অামাদের প্রয়োজন থেকেও সময়ের প্রয়োজন কিছু বেশিই যৌক্তিক, এটা মেনে নেয়া ভালো।
Saturday, 25 April 2020
স্রষ্টাকে তার সৃষ্টি
প্রায় সবক্ষেত্রেই স্রষ্টা তার সৃষ্টি সম্পর্কে পুরোটাই জ্ঞান রাখে, অনেক বেশি ভালবাসে। কিন্তু স্রষ্টা সম্পর্কে সৃষ্টির জ্ঞান সীমাবদ্ধ। হয়তো সেকারনেই স্রষ্টাকে তার সৃষ্টি পুরোপুরি ভালবাসতে পারেনা। তবে স্রষ্টা অার সৃষ্টির মধ্যে এ এক দারুন সম্পর্ক।
Friday, 24 April 2020
জগতের কোনো শক্তিই
নিজেকে বদলানোর পথটা যত সহজ মনে হয় তত সহজ নয়। কিন্তু বদলানোই যখন একমাত্র পথ, তখন জগতের কোনো শক্তিই সে পরিবর্তনকে থামাতে পারবে না।
Thursday, 23 April 2020
ঝুঁকিপূর্ণ জুয়া
যে নদী যত গভীর তার বয়ে চলার শব্দ তত কম হয়। কিন্তু যে ভালবাসা যত গভীর সে ভালবাসায় হতাশ হওয়ার সম্ভাবনা ততটাই বেশি। অার তাই ভালবাসা এক ঝুঁকিপূর্ণ জুয়া। অনেক কিছু পাবে, নাহয় সবকিছু হারাবে।
Wednesday, 22 April 2020
নিজের মত করে
অফুরন্ত অবসরও বিরক্তিকর। অাবার ব্যস্ততায় ডুবে থাকাও মনের পক্ষে কঠিন। তাই মাঝামাঝি ভারসাম্যপূর্ণ জীবন খুঁজে প্রয়োজন। এর প্রথম শর্ত হলো শৃঙ্খলা। সে শৃঙ্খলা হতে হবে নিজের মতো করে নিজের তৈরি।
Tuesday, 21 April 2020
কাছে থাক দূরে থাক
কিছু কথা থাক না বলা
অনুভূতি মরে যাক নিউরনেই,
কিছু ভালবাসা বেঁচে থাক,
অলিন্দ নিলয়েই,
কাছে থাক দূরে থাক
তবুও থাক তার হয়েই।
Monday, 20 April 2020
টিকে থাকার লড়াইয়ে
জীবনে যেমনই হোক, বেঁচে থাকার চেয়ে বড় কোনো উপহার হতে পারেনা। এমনকি অামরা যখন খুব কঠিন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখনও মনে রাখা উচিত - কোনো পরিস্থিতিই সর্বশেষ নয়। টিকে থাকার লড়াইয়ে মানুষ শুরু থেকেই প্রতিযোগিতা করে অাসছে।
Sunday, 19 April 2020
জীবন কেমন হবে
অামাদের জীবনের বিভিন্ন মোড়ে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে হয়। এসব সিদ্ধান্তের যোগফলই জীবন। জীবন কেমন হবে তা অামরা কেউই নির্ধারন করতে পারি না। কিন্তু জীবনের যে কোন মোড়ে নতুন করে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাটা অামাদের সবারই অাছে।
Saturday, 18 April 2020
কঠিন কোনো পরীক্ষা
যা পাওয়া হয়না তা পাওয়ার অাকাঙ্খা বেঁচে থাকে।
খুব সহজে কিছু পেয়ে গেলে সেটার গুরুত্ব কমে যায়।
যেমন জীবন পাওয়ার জন্য অামরা কস্টই করিনি,
তাই নিজের জীবনকে গুরুত্ব দিতেও শিখিনি,
তবে জীবন যখন কঠিন কোনো পরীক্ষা নেয়
অার সে পরীক্ষায় যখন জানপ্রাণ দিয়ে উৎরাতে হয়,
তখনই কেবল বেঁচে থাকার গুরুত্বটা বুঝতে পারি।
Friday, 17 April 2020
মনের ক্ষয় হলে
ফেলে অাসা দুঃখ মনে করতে নেই। এতে মনের ক্ষয় হয়। মনের ক্ষয় হলে মানুষ বেঁচে থেকেও লাভ নেই। তখন সে শরীরে প্রাণ থাকে ঠিকই। কিন্তু প্রাণশক্তি থাকেনা।
Thursday, 16 April 2020
ভাবনারাও রঙ পাল্টায়
জীবনের প্রতি মানুষের ভাবনা গুলো দেখার একেকটি দৃষ্টিকোন। এ দৃষ্টিকোন গুলো পাল্টে গেলে, ভাবনারাও রঙ পাল্টায়। এক জীবনেই জন্ম নেয় সহস্র অনুভূতির। কোনো অনুভূতিই সর্বশেষ নয়।
Wednesday, 15 April 2020
মন থেকে যুক্তি
একই ঘটনা যখন দুজন অালাদা মানুষ নিজের মন থেকে যুক্তি দিয়ে বর্ণনা দেয় তখন মনে হয় দুজনের যুক্তিই অকাট্য।
Tuesday, 14 April 2020
জড়িয়ে থাকি সে জালে
কত মিথ্যাই অামরা বানাই। মনে মনে বুনে যাই মাকড়সার মতো। নিজেরাই জড়িয়ে থাকি সেই জালে, যতক্ষন না কোনো হাওয়ায় ঝাপটে ছিঁড়ে যায় বা নিজের সঙ্গে নিজের এই প্রতারণায় নিজেই ক্লান্ত হয়ে পড়ি একদিন।
Monday, 13 April 2020
বাধ্য হয়ে পরিবর্তন খুঁজি
অামরা যতক্ষন পর্যন্ত সহ্য করতে পারি, ততক্ষণ পরিবর্তন না করে কাটিয়ে দেই। সহ্যের সীমা অতিক্রম হয়ে হেলে, বাধ্য হয়ে পরিবর্তন খুঁজি। অথচ জীবনে কেবলমাত্র বাধ্য হয়ে কিছু করার মধ্যে স্বাধীনতা থাকেনা, থাকেনা কোনো তৃপ্তিও।
Sunday, 12 April 2020
অালো ছাড়া মানুষ
নিজের গল্পটা কখনও ফিরে দেখার সুযোগ হয়না অনেকের। দেখলেও কেবল গল্পের অন্ধকারটাই চোখে পড়ে। অথচ অালো ছাড়া গাছও বেশিদিন বাঁচেনা। মানুষ কি করে বাঁচবে? অালো ছাড়া মানুষ যদি নাইবা বাঁচে তাহলে মানুষের গল্পে কখনই অালো ছিলো না এমনটাও হতে পারেনা।
Saturday, 11 April 2020
যা অাছে, অাজ অাছে
একদিন সবকিছু অামার মনের মত হবে, তখন অামি খুব ভালো থাকবো। এ একটা লাইনের মধ্যে জীবনের সবচেয়ে বড় মিথ্যে অাশ্বাসটা লুকিয়ে রাখি অামরা। জীবনে অতীত যেমন ফেরানো যায়না, একই ভাবে স্বপ্নের মতো নির্ঝঞ্ঝাট ওই একটা দিন কখনোই অাসবেনা। যদি অাসেও, তখনও অন্য কোনো চ্যালেঞ্জ থাকবেই। তাই অাজকের দিনটা মনভরে বাঁচতে শেখা প্রয়োজন। যা অাছে, অাজ অাছে, এখন অাছে। বাকিসব অলীক মাত্র।
Friday, 10 April 2020
লুকিয়ে রাখার চেষ্টা
কিছু সত্যকে দেখেও এড়িয়ে যায় মানুষ। এমন নয় যে সে সত্যকে অাড়াল করলে অন্যের ক্ষতি হবে। বরং মিথ্যের অাশ্রয় নিয়ে কঠিন সত্য থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা। এর মধ্যে সাময়িক শান্তি থাকে, তবে সত্য লুকালে তার শক্তিও বাড়তে থাকে।
Thursday, 9 April 2020
বাহিরের দুনিয়ার জটিলতা
অামি কতদিন অামাকেই দেখিনি, এই বন্দীত্ব অামাকে নিজেকে দেখতে শেখালো। কৃতজ্ঞ এই বন্দীত্বের কাছে। তবুও নিজেকে এভাবে বেশিদিন দেখতেও পারবো না অামি, নিজের সঙ্গ সহ্য করা বাহিরের দুনিয়ার অনেক জটিলতা সহ্য করা থেকেও কি খুব বেশিই কঠিন?
Wednesday, 8 April 2020
ঘুরে দাঁড়ানো কঠিন
শেষ করতে চাইছি বলেই শেষ হয়ে যাবে এমনটা নয়। বরং শেষ না হলেও অামার কাছে এর কোনো পুনরুত্থান নেই, সুযোগটা রাখছিনা, সেটাই নিজের মননে গেঁথে নিতে হবে। মনে রাখো, ঘুরে দাঁড়ানো কঠিন, তবে অসম্ভব নয়।
Tuesday, 7 April 2020
অধ্যায়টাকে অাটকে রাখে
অনেক সময় মনে হয় পালিয়ে গেলেই বুঝি থেমে যাবে সব, মুছে যাবে যন্ত্রনার পুরো অধ্যায়টা। কিন্তু পালিয়ে যাওয়া কখনই সমাধান দেয়না, বরং অধ্যায়টাকে অাটকে রাখে দিনের পর দিন।
Monday, 6 April 2020
মুখ ফুটে বলছে না
"অামি নিজেকে ভালবাসি" শেষ কখন একথাটা নিজেকে বলেছো তুমি? না বললেও ভালবাসো নিশ্চয়ই। তেমনি তোমার অাশেপাশে অনেকেই অাছে, হয়তো মুখ ফুটে বলছে না তারা। কিন্তু তারাও তোমাকে ভালবাসে। কেউই তোমাকে ভালবাসে না, ভুল করেও এমন ভাবার সুযোগ নেই।
Sunday, 5 April 2020
বোঝা হয়ে যেতে পারে
অনেক সময় মনে হয়, কিছু সম্পর্কের বোঝা বয়ে বেড়ানোর মধ্যেও মনের শান্তি থাকে। কেননা, খুব যত্ন অার ভালবাসার সবটুকু দিয়ে তৈরি সম্পর্কও যখন বোঝা হয়ে যেতে পারে, তখন নতুন করে কোনো সম্পর্ক গড়ার চেয়ে পুরনো বোঝাটাকেও সহজ মনে হয়।
Saturday, 4 April 2020
ভালো মন্দ সবরকম
জীবনের প্রতিটা ঘটনাকে বিচ্ছিন্ন করে দেখলে জীবনের গল্পটা মেলানো কঠিন। প্রতিটা ঘটনাই কোনো না কোনো ভাবে পূর্বের কোনো ঘটনার দ্বারা প্রভাবিত। তবে জীবনের গল্পের পূর্ণতার জন্যই যে ভালো মন্দ সবরকম ঘটনার মধ্য দিয়ে যেতে হয়, সেটা নিজেকে বুঝানো খুব বেশিই কঠিন।
Friday, 3 April 2020
দাবী করা যায় না
যখন স্বপ্নগুলোকে বেঁধে রাখা হয়, তখন কোনো জায়গাতেই অধিকার দাবি করা যায় না। ভয়ংকর অার নির্মোহ চিন্তাভাবনা যদি ঘিরে রাখে, ভেতরের ফুলে ওঠা ভয়কে ঢাকার জন্য অকারন হাসাহাসি অব্যর্থ টনিকের কাজ করে। অনেকটা অন্ধকারের অস্তিত্বকে পর্দার অাড়ালে ঢেকে রাখার মতো।
Thursday, 2 April 2020
অন্যের মনে পৌঁছে দেয়া
কল্পনা করতে ভালবাসি, প্রায় সবাই ভালবাসে। তফাৎটা হলো, নিজের কল্পনাটুকু অন্যের মনে পৌঁছে দেয়া, এটা সবাই পারেনা। শুধুমাত্র লিখতে ভালবাসলে, লিখে নেয়ার অভ্যাস থাকলেই এটা সম্ভব। এ হলো কল্পনাকে শব্দের জালে অাটকে ফেলা।
Wednesday, 1 April 2020
কিছু সময়ের জন্য হলেও
পাঠক ও অপাঠকের মধ্যে পার্থক্য কোথায়? পাঠক নানা পঠনের মাধ্যমে নানা চরিত্রের সাথে পরিচিত হয়।কিছু চরিত্রে সে টুপ করে ঢুকে পরে কিছু সময়ের জন্য।নিজের নতুন জন্ম সে দেয় নিজেই।কিছু সময়ের জন্য হলেও লেখকের সৃষ্ট চরিত্রে বিলিন হয়ে যায়। এক জন্মে সে শত জন্মের অধিকারী, কী সৌভাগ্যবান সে! অথচ অপাঠক, তাকে যে এক জন্মে তুষ্ট থাকতে হয়।জীবনতো একটাই, কিন্তু জন্ম যে অনেক।