Friday, 3 April 2020

দাবী করা যায় না

যখন স্বপ্নগুলোকে বেঁধে রাখা হয়, তখন কোনো জায়গাতেই অধিকার দাবি করা যায় না। ভয়ংকর অার নির্মোহ চিন্তাভাবনা যদি ঘিরে রাখে, ভেতরের ফুলে ওঠা ভয়কে ঢাকার জন্য অকারন হাসাহাসি অব্যর্থ টনিকের কাজ করে। অনেকটা অন্ধকারের অস্তিত্বকে পর্দার অাড়ালে ঢেকে রাখার মতো।

No comments:

Post a Comment