একদিন সবকিছু অামার মনের মত হবে, তখন অামি খুব ভালো থাকবো। এ একটা লাইনের মধ্যে জীবনের সবচেয়ে বড় মিথ্যে অাশ্বাসটা লুকিয়ে রাখি অামরা। জীবনে অতীত যেমন ফেরানো যায়না, একই ভাবে স্বপ্নের মতো নির্ঝঞ্ঝাট ওই একটা দিন কখনোই অাসবেনা। যদি অাসেও, তখনও অন্য কোনো চ্যালেঞ্জ থাকবেই। তাই অাজকের দিনটা মনভরে বাঁচতে শেখা প্রয়োজন। যা অাছে, অাজ অাছে, এখন অাছে। বাকিসব অলীক মাত্র।
No comments:
Post a Comment