Sunday, 12 April 2020

অালো ছাড়া মানুষ

নিজের গল্পটা কখনও ফিরে দেখার সুযোগ হয়না অনেকের। দেখলেও কেবল গল্পের অন্ধকারটাই চোখে পড়ে। অথচ অালো ছাড়া গাছও বেশিদিন বাঁচেনা। মানুষ কি করে বাঁচবে? অালো ছাড়া মানুষ যদি নাইবা বাঁচে তাহলে মানুষের গল্পে কখনই অালো ছিলো না এমনটাও হতে পারেনা। 

No comments:

Post a Comment