Sunday, 19 April 2020

জীবন কেমন হবে

অামাদের জীবনের বিভিন্ন মোড়ে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে হয়। এসব সিদ্ধান্তের যোগফলই জীবন। জীবন কেমন হবে তা অামরা কেউই নির্ধারন করতে পারি না। কিন্তু জীবনের যে কোন মোড়ে নতুন করে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাটা অামাদের সবারই অাছে। 

No comments:

Post a Comment