কখনও এমন সময় অাসে, কোথাও ফেরা যায়না। এমনকি স্মৃতির মধ্যেও যাওয়ার কোথাও থাকেনা। ভবিষ্যতটাও বর্তমানে এসে বোকার মত বসে থাকে। তখন অামরা যেখানে দাঁড়িয়ে থাকি সেখানেই পড়ে থাকি। যখন হাঁটি, পা ফেলি, তখনও কোথাও যাই না। অামাদের অস্তিত্ব থেমেই থাকে অজানা অাশঙ্কায়।
No comments:
Post a Comment