কখনও মনে হয় জীবনের দেয়ালে কেবল একটিমাত্র দীর্ঘশ্বাসের শব্দই প্রতিধ্বনিত হচ্ছে। অার কিছুই শোনা যায় না। তখন একটা অক্ষম মৃদু অস্বস্তি চারপাশটাকে ঘিরে ধরে। তবুও ভ্রম কাটেনা, বুঝে ওঠতে পারি না ঠিক কি সেটা। কেবলই মনে হতে থাকে, অসংখ্য স্বস্তির অাবরণে ঢাকা জীবনের কোথাও একটা খড়িমাটির দাগ যেন ভেসে ওঠেছে, সে দাগ সহজে যাবার নয়।
No comments:
Post a Comment