Tuesday, 7 April 2020

অধ্যায়টাকে অাটকে রাখে

অনেক সময় মনে হয় পালিয়ে গেলেই বুঝি থেমে যাবে সব, মুছে যাবে যন্ত্রনার পুরো অধ্যায়টা। কিন্তু পালিয়ে যাওয়া কখনই সমাধান দেয়না, বরং অধ্যায়টাকে অাটকে রাখে দিনের পর দিন। 

No comments:

Post a Comment