পাঠক ও অপাঠকের মধ্যে পার্থক্য কোথায়? পাঠক নানা পঠনের মাধ্যমে নানা চরিত্রের সাথে পরিচিত হয়।কিছু চরিত্রে সে টুপ করে ঢুকে পরে কিছু সময়ের জন্য।নিজের নতুন জন্ম সে দেয় নিজেই।কিছু সময়ের জন্য হলেও লেখকের সৃষ্ট চরিত্রে বিলিন হয়ে যায়। এক জন্মে সে শত জন্মের অধিকারী, কী সৌভাগ্যবান সে! অথচ অপাঠক, তাকে যে এক জন্মে তুষ্ট থাকতে হয়।জীবনতো একটাই, কিন্তু জন্ম যে অনেক।
No comments:
Post a Comment