নিজেকে
যত কঠিন ভাবেই গড়ে
তুলতে যাক না কেনো,
দিনশেষে এমন একটা সময়
ঠিকই এসে যায়, যখন
ভেতরের দুর্বল সত্ত্বাটা ডুকরে
কেঁদে ওঠে। কখনও
সে কান্নায় চোখে জ্বল আসে,
কখনও নিঃশব্দের সে কান্না অশ্রুহীন। কিন্তু
ভেতরের ক্ষতটায় প্রতিবারই আঁচড় লেগে যায়। আর
একারনেই হয়তো ক্ষতটা পুরোপুরি
শুকাতে পারেনা। তবে
এমন দুর্বলতাও কখনও কখনও একটা
মানুষের শক্তি হতে পারে,
ভরসার শক্তি, ঘুরে দাঁড়ানোর
শক্তি। কাউকে
বিশ্বাস করা যার দুর্বলতা,
সে কি সত্যিই খুব
দুর্বল?!
No comments:
Post a Comment