তারপর
একটা ক্লান্তি ভুলানো সকাল আসে। জীবনকে
চারপাশের গতির সাথে তাল
মেলাবার কাজে ব্যস্ত হয়ে,
যাবতীয় অস্বস্তি গুলো ছুটি নেয়। যদিও
এ ছুটি সাময়িক, কিছুটা
অবসরেই ওরা ঠিকই ফিরে
ফিরে আসে। তবুও
মনে হয় এ ছুটির
সময়টুকু থেকে যাক।
অন্যদিকে জীবনের ব্যস্ততা থেকেও
অবসর খুঁজতে থাকার একটা
প্রবণতা থাকেই। পেছনের
সময়টাতে অস্বস্তির ঝুলি ফেলে আসা
মানুষগুলো তখন কিছুটা দোটানায়
পড়ে যায়। ব্যস্ততা
নাকি অবসর? এ এক
অদ্ভুত দোটানা!!
No comments:
Post a Comment