Friday, 3 January 2020

ব্যস্ততা নাকি অবসর?


তারপর একটা ক্লান্তি ভুলানো সকাল আসে জীবনকে চারপাশের গতির সাথে তাল মেলাবার কাজে ব্যস্ত হয়ে, যাবতীয় অস্বস্তি গুলো ছুটি নেয় যদিও ছুটি সাময়িক, কিছুটা অবসরেই ওরা ঠিকই ফিরে ফিরে আসে তবুও মনে হয় ছুটির সময়টুকু থেকে যাক অন্যদিকে জীবনের ব্যস্ততা থেকেও অবসর খুঁজতে থাকার একটা প্রবণতা থাকেই পেছনের সময়টাতে অস্বস্তির ঝুলি ফেলে আসা মানুষগুলো তখন কিছুটা দোটানায় পড়ে যায় ব্যস্ততা নাকি অবসর? এক অদ্ভুত দোটানা!!

No comments:

Post a Comment