Sunday, 5 January 2020

প্রকৃতির নিজস্ব গতি

প্রকৃতির নিজস্ব একটা গতি থাকে, চাইলেই সেটা বদলে নেয়া যায়না যখন কোন কিছু সত্যিই নিয়ন্ত্রনের বাইরে থাকে, তখন সে পরিস্থিতি দ্রুত সহ্য করে নেয়া শিখতে হয় এতে করে যেমন সময় সাশ্রয় হয়, তেমনি ব্যথাও কমে আসে ব্যথার কথা তুলতেই মনে হলো, জগতের অনেক কিছুর তুলনায় তোমার আমার ব্যথা তেমন কিছুই নয় নিজের ছোট্ট পরিসরের জীবনটার বাইরেও বিশাল একটা পৃথিবী পড়ে আছে, আটকে থেকোনা একটু বেরিয়ে এসো বৃত্তটা থেকে, চারপাশটায় এমন অনেক কিছুই তোমার অপেক্ষায় আছে, যার সংস্পর্শে এলে তোমার ব্যথামুক্তি সম্ভব তবে হ্যাঁ, প্রকৃতির কিন্তু একটা নিজস্ব গতি থাকেই

No comments:

Post a Comment