কোন একটা সাধারণ ঘটনা
জীবনের
বিভিন্ন পর্যায়ে এমন কিছু কিছু
সময় আসে যখন আমরা
খুব সিদ্ধান্তহীনতায় ভুগি। জীবনের
সবচেয়ে কঠিন সময়গুলো তখন
পার হয়। মনস্তাত্ত্বিক
দ্বন্দ্বে কোন কিছুই ভাল
লাগেনা। এমন
পরিস্থিতিতে প্রয়োজন হয় কোন একটা
সাধারণ ঘটনা যা থেকে
অনুপ্রেরণা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ
করা যায়। এক্ষেত্রে
জীবনমুখী বই কিংবা মুভি
অনেক বেশি সহায়ক হয়।
No comments:
Post a Comment