Thursday, 6 February 2020

প্রতিদিন অজস্র বই

প্রতিটা মানুষই একেকটা বইয়ের মতো কিছু বই খুব সহজে বুঝতে পারা যায়, কিছু বই খুব উপভোগ্য কিছু বই থাকে দুর্বোধ্য জটিল আবার কিছু বই থাকে প্রচন্ড স্বরনীয় রোজকার জীবনে এমন অসংখ্য  বইরূপী মানুষ নিয়েই বেঁচে থাকতে হয় আমাদের কেউ কেউ এতোটাই আকাঙ্খিত যে তাদের সান্নিধ্য ব্যাপক আনন্দময়, প্রবল আরাধ্য কেউ কেউ এমনও থাকে যাদের দেখে ছুটে পালিয়ে প্রাণ বাঁচাই; ভয়ে কিংবা ঘৃণায় প্রতিদিন আমরা এমন অজস্র বই পড়ছি, আমাদের চারপাশের মানুষগুলোর মধ্যে এরা আমাদের শেখায়, ভাবায়, কখনও আনন্দ দেয় আর কখনও বড্ড অবাক করে

No comments:

Post a Comment