Tuesday, 11 February 2020

নিরাপদ গন্তব্য সবার থাকেনা

দিকভ্রান্ত হয়ে যতই ছুটোছুটি করি না কেন দিনশেষে আমরা সবাই কোথাও একটা ফিরে আসতে চাই যেখানে ফিরে এলে নিজের ভেতর বাহির কোন কিছুকেই লুকাতে হয় না, যেখানে নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পারি, যেখানে সবটুকু উজাড় করে ঢেলে দিলেও মনে হয় আরও অনেক অনেক কিছু দেয়ার বাকি কিন্তু ফিরে আসার জন্য এমন নিরাপদ গন্তব্য সবার থাকেনা তাই দিকভ্রান্ত হয়ে নিরন্তর ছুটে চলাও থামেনা, থামেনা লুকানোর প্রতিযোগিতাও

No comments:

Post a Comment