ভালবাসার সংজ্ঞায়নে
অনেকেই
ভাবতে পারে,
তোমাকে জিততে
দিয়ে আমি হেরে গেছি। কিন্তু
সবাই তো জানেনা,
দুটো
মানুষ যখন পরস্পরকে অনেক
বেশি ভালবাসে,
তখন সেখানে জিতলে
দুজনেই জিতে কিংবা হেরে
গেলে দুজনেই হেরে যায়। কেউ
না জানুক,
তুমি নিশ্চয়ই
জানো,
জানি আমিও।
পথ পাল্টে যাওয়া,
এতো
দূরত্ব,
সবকিছু সত্ত্বেও শেষ
অবধি ভালবাসা ছিল। জয়-
পরাজয়ের সংজ্ঞায়নে নয়,
ভালবাসার সংজ্ঞায়নে
দুজনেই জিতে গেছি।
No comments:
Post a Comment