নিজেদের সত্য অনুভূতি
মানসিক
প্রশান্তির জন্য সীমানা নির্ধারণ
করে রাখতে হয়,
না
বলতে শিখতে হয়।
জীবন আমাদের ভাবনার চেয়েও
অনেক বেশি ভঙ্গুর।
তাই কখনও অনুশোচনা করতে
হয় এমন ব্যবহার কারও
সাথেই করা উচিত নয়। প্রায়ই
আমরা রসিকতার আড়ালে নিজেদের সত্য
অনুভূতি প্রকাশ করি,
অনেকটা
নিরাপদ অনুভব করতে।
কেননা,
নিজেকে ভাল রাখার
দায়টুকু নিজেকেই নিতে হয়।
No comments:
Post a Comment