Wednesday, 15 January 2020

ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে


আমাদের জীবনে যা কিছুই ঘটেছে কিংবা ঘটছে তার অধিকাংশই ইতিহাসে কখনও না কখনও অন্য কারও সাথেও ঘটেছে আর ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে কারন কিছু অভিজ্ঞতা বোঝার জন্য আগে জীবনের কোনো অংশে তাদের বেঁচে থাকতে হয় দুঃখ, প্রতিকূলতা এবং ব্যর্থতা এগুলোর অভিজ্ঞতা হওয়া ছাড়া কেউই বুঝতে পারবে না সে আসলে মানসিকভাবে কতেটা শক্ত

No comments:

Post a Comment