Tuesday, 2 June 2020

মস্তিষ্ক এবং হৃদয়

যদিও অতীত সংশোধন করার সুযোগ মেলে না, তবুও নিজের মুখোমুখি দাঁড়াই। আমি যা সেটা দুনিয়া মেনে নেয়ার আগে, আমার নিজের মেনে নেয়াটা অসম্ভব জরুরি। নিজেকে প্রশ্ন করলাম -

দ্বিতীয় জীবনে যেকোন একটা বিষয় সংশোধন করার সুযোগ থাকলে কোনটা করবে?

মস্তিষ্ক এবং হৃদয় একই সাথে উত্তর দিলো- অাবারও ভালোবাসবো।

No comments:

Post a Comment