Monday, 4 May 2020

এক সময় শান্ত হয়

তপ্ত ভূমিও বৃষ্টিতে এক সময় শান্ত হয়। প্রচণ্ড বৃষ্টিও মিষ্টি রোদের আলোয় অদৃশ্য হয়। বর্ষায় পূর্ণ জলাধারও শীতে শূন্য হয়। সকালের শিশিরও দুপুরে উড়ে যায়। প্রচণ্ড অবহেলাও শক্তিতে পরিণত হয়। খুব ভালোবাসাও ঘৃণায় মলিন হয়। কষ্টও এক সময় সুখে রূপ নেয়। যৌবনও সময়ের স্রোতে বার্ধক্যতে রূপ নেয়। মৃত্যুও জন্মের দ্বারা পূর্ণ হয়। পরিবর্তনই একমাত্র ধ্রুব...

No comments:

Post a Comment