Tuesday, 19 May 2020

স্থির না হলে

মন যতই বিধ্বস্ত পরিস্থিতিতে পড়ুক না কেনো, সমাধানের প্রথম শর্ত স্থিরতা। স্থির না হলে সমাধান না খুঁজে মন বরং বিক্ষিপ্ত ভাবে ছুটোছুটি করতে থাকে। অার তখন সমস্যা যেটুকু থাকে তার সাথে কাল্পনিক সমস্যারাও যুক্ত হয়। 

No comments:

Post a Comment