Saturday, 28 March 2020

ঠিক ততটাই আনন্দ

অপেক্ষা র উপেক্ষা জীবনের সবচেয়ে ভয়াবহ দুই যন্ত্রনা। এ দুই যন্ত্রনা পেতে যতটা কস্ট। ফিরিয়ে দিতেও ঠিক ততটাই নন্দ। বেশিরভাগ সম্পর্কের ক্ষেত্রেই ঘাতটা যে করে সে কখনও বুঝতেই পারেনা যে সে কতটা তীব্র ঘাত করেছে। 

No comments:

Post a Comment