Tuesday, 17 March 2020

দেখে শুনে বুঝে

জীবনে কিছু পরিস্থিতির জবাবে চুপ থাকাই শ্রেয়। কারণ কথাগুলো ক্রিকেট বলের মতো। সব বলে চার ছয় মারার চেষ্টা করতে হয় না। কিছু বল দেখে শুনে বুঝে ছেড়ে দিতে হয়। তাতে স্কোরবোর্ডে কিছু রান কম হলেও মঙ্গল থাকে। জীবনের মাঠে টিকে থাকলে রান করা যাবে। 

No comments:

Post a Comment