Tuesday, 4 February 2020

শুধুমাত্র শোনার জন্য হলেও

খুব কস্টে দিন কাটানো কাউকে সান্তনা দেয়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন দিকটি হলো তাকে ঠিক কি বলা প্রয়োজন তা বুঝে ওঠতে না পারা বেশিরভাগ সময়েই সেসব মানুষ জ্ঞানের মুক্তো খুঁজে না, তারা কেবল চায় কেউ অন্তত তাদের মনের অবস্থাটা বুঝুক, আর কস্টের সময়টাতে শুধুমাত্র শোনার জন্য হলেও পাশে থাকুক

No comments:

Post a Comment