ছোট ছোট পদক্ষেপ
হঠাৎ করে অনেক বড়সড়
পরিবর্তনের অপেক্ষায় থাকার চেয়ে ধীরে
ধীরে অল্প অল্প করে
পরিবর্তনের অভ্যেস করা শ্রেয়। অভ্যাসে
ছোট ছোট পরিবর্তন আনতে
পারলে নিজের আত্মবিশ্বাসটা বাড়তে
থাকে,
আর তখন পরবর্তী
পরিবর্তনটাও সহজ হয়ে যায়। জীবন
হলো ছোট ছোট পদক্ষেপে
এগিয়ে যাওয়া একটি ভ্রমণপথ।
No comments:
Post a Comment