Friday, 14 February 2020

নির্দ্বিধায় বলবো, "ভালবাসো"

জীবন শত দুঃখের মাঝেও সুন্দর জীবনে গত হয়ে যাওয়া ব্যর্থতাগুলোকে, কস্টগুলোকে ভুলে গিয়ে প্রয়োজনে আবার শূন্য থেকে শুরু করতে হয় বাঁচার জন্যই কেননা জীবন বার বার ফিরে আসেনা জীবনের যে কোনো পর্যায়ে কেউ যদি আমার কাছে কখনও উপদেশ চায়, আমি নির্দ্বিধায় বলবো, "ভালবাসো"

No comments:

Post a Comment