পরিচিত
ভ্রমণপথে পরিচিত মানুষগুলো সাথে
না থাকলে, ফেলে আসা
সময়ের স্মৃতিরা এসে হৃদয়ে নাড়া
দেবেই। হোক
সে স্মৃতি প্রচন্ড গাঢ়
কিংবা খুবই সামান্য কোনো
মুহুর্তের। আচ্ছা
স্মৃতির কোনো মুহুর্ত কি
সামান্য হতে পারে? যে
স্মৃতি মনকে বারবার আন্দোলিত
করতে পারে সে স্মৃতি
সামান্য হতেই পারেনা।
পরিচিত ভ্রমণপথ থেকে যায়।
শুধু সময়ের সাথে পরিচিত
মানুষগুলো অপরিচিত আর অপরিচিত মানুষেরা
পরিচিত হয়ে যায়।
জীবনের এ এক অমোঘ
নিয়ম। থেমে
না থাকা এ জীবন
বয়ে চলুক পরিচিত কিংবা
অপরিচিত ভ্রমণপথে।
No comments:
Post a Comment