Sunday, 26 January 2020

অপেক্ষার অপর প্রান্ত

জগতে প্রায় সবকিছুতেই কিছুটা না কিছুটা অপেক্ষার প্রয়োজন পড়ে আর অপেক্ষা মূলতঃ দুই ধরনের অপেক্ষার অপর প্রান্ত কখনও নিশ্চিত, কোনো কোনো অপেক্ষায়  চরম অনিশ্চয়তা অনিশ্চিত অপেক্ষার মতো ভয়ংকর আর কিছু নেই কাউকে অনিশ্চিত অপেক্ষায় রাখার মধ্যে সাময়িক স্বাচ্ছন্দ্য হলেও, অপর প্রান্তের মানুষটার জন্য ভয়ংকর পরিণতি তুলে রাখা এক ধরনের স্বার্থপরতা তাই যতটা সম্ভব ভেবেই সিদ্ধান্ত নাও, অপেক্ষা করতে বলবো?

No comments:

Post a Comment