দরজার ওপারে যা আছে
যা কিছু একটা সময়ে
খুব কঠিন বা অসম্ভব
মনে হতো,
তেমন কিছু
করতে পারার মাধ্যমে তুমি
নিজের মধ্যে আত্মবিশ্বাস অর্জন
করতে শিখে যাবে।
তবে কিছু কক্ষে প্রবেশ
করাটা খুব বেশি কঠিন
মনে হতে পারে।
অনেক দীর্ঘ সময় তুমি
অপেক্ষায় কাটিয়ে দিতে পারো
কেবলমাত্র দরজার ওপারে যা
আছে তার জন্য আকুল
হয়ে। এবং
যখন তুমি দরজাটা খুলতে
সাহস সঞ্চয় করবে,
হয়তো
দেখতে পাবে দরজাটা এতদিন
খোলাই ছিল।
No comments:
Post a Comment