Sunday, 12 January 2020

মজবুত সুঁতো


সম্পর্কের সুঁতো দিয়ে জীবনের প্রতিটা অধ্যায়কে জুড়ে রাখার চেষ্টা করি আমরা সবাই কিন্তু সব সুঁতোর জোর সমান মজবুত হয়না কিছু সুঁতো অল্প টান পড়লেই ছিঁড়ে যায়, তার সাথে সাথে জীবন থেকে সুঁতোকাটা ঘুড়ির মতো হারিয়ে যায় কিছু অধ্যায় আর কখনও কখনও সে ঘুড়ি হয়তো পৃথিবী থেকে হারিয়ে যায় না নতুন করে উড়তে শিখে, অন্য কোনো আকাশে মজবুত সুঁতোর কিছু না কিছু অধ্যায় জীবনকে জুড়ে রাখুক

No comments:

Post a Comment